Header Ads

YouTube Banner (ইউটিউব ব্যানার) কখনোই এড়িয়ে যাবেন না! (জানুন বিস্তারিত)

একটি ইউটিউব ব্যানার (YouTube Banner/YouTube Channel Art)  আপনার চ্যানেলের দর্শকদের বেশি সময় আপনার চ্যানেলে ধরে রাখতে ও আপনার ভিডিও দেখতে সহায়তা করে। 




ইউটিউব ব্যনার (YouTube Banner) এর সাইজ কত?


2048 x 1152 হচ্ছে একটি আদর্শ চ্যানেল কভারের সাইজ, যা আপনার চ্যানেল কে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে ও নতুন দর্শকদের সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করে।


ইউটিউব চ্যানেলের ব্যানার সেট না করার কিছু খারাপ দিকও আছে, যে বিষয়গুলো নিয়ে এই পোস্টের শেষে আলোচনা করবো।


কিভাবে ইউটিউব ব্যনার (YouTube Banner) তৈরী করবেন? 


অনেকেই ভাবেন, গ্রাফিক ডিজাইন না জানলে, ইউটিউব ব্যানার বানানো সম্ভব নয়। কিন্তু সত্যি টা ভিন্ন।


শুধু মোবাইল ফোন ব্যাবহার করেই, আপনি বানিয়ে নিতে পারেন আকর্ষণীয় সব ইউটিউব ব্যানার।


মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার কিভাবে বানাবেন এখন নিশ্চয়ই সেটা ভাবছেন! 


ভাবনার কিছু নেই; নিচে দিলাম একটি সহজ ভিডিওর লিংক, যেখান থেকে আপনি সহজেই মোবাইল ব্যাবহার করে কিভাবে ইউটিউবের কভার বানাতে পারবেন সেটা শিখে যাবেন এবং তৎক্ষণাৎ নিজেই বানিয়ে নিতে পারবেন।  





ইউটিউব ব্যনার (YouTube Banner) সেট না করার ক্ষতি- ⛔


এবার জেনে নেয়া যাক, YouTube Banner সেট না করলে আপনি ইউটিউব এর কি কি খারাপ অভিজ্ঞতার শিকার হতে হবে এবং কি কি ফিচার থেকে বঞ্চিত হতে পারেন: 


  • প্রথমত আপনার চ্যানেলের প্রফেশনালিজম টা থাকবে না।

  • চ্যানেল এর লুক আকর্ষণীয় হবে না।

  • YouTube Banner না থাকলে, আপনার Channel customization কমপ্লিট করা হলো না।

  • চ্যানেলের কাস্টম ইউ আর এল এর এপ্লাই করতে পারবেন না বেয়নার সেট করা ছাড়া।

  • কাস্টোমাইজেশন ঠিক মত না থাকার কারণে ইউটিউব কমিউনিটি ট্যাব ও পেতে দেরি হতে পারে ইত্যাদি, ইত্যাদি।


সুতরাং এখনও যদি আপনি আপনার YouTube Channel এর YouTube Banner বা Channel Art সেট না করা থাক, অবশ্যই আর দেরি না করে উপরের ভিডিওটি দেখে বানিয়ে নিচের ভিডিওটি দেখে সেট করে নিন।


ভিডিও লিংক 🠟


ধন্যবাদ!

লিখেছেন: সাইফুর রহমান আজীম

ফাউন্ডার টেক আনলিমিটেড


1 টি মন্তব্য

মোবাইলের দাম Golpoi বলেছেন...

অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউটিউব ব্যানার বানানো শেখার জন্য।

Blogger দ্বারা পরিচালিত.